মোঃ আব্দুর রব, বিভাগীয় ব্যুরো প্রধান (সিলেট) : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলাম তানিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ই মে) রাত আনুমানিক ২টার দিকে বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। তানিমুল ইসলাম উপজেলার আহমদপুর গ্রামের বাসিন্দা ও মৃত তছব্বির আলীর ছেলে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবল সরকার জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সীমানা দেয়ালে উস্কানিমূলক স্লোগান লেখা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরেই তাকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এসআই দেবল সরকার।
আদালত সূত্রে জানা যায়, তানিমুল ইসলাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।