ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

dhaka24
মার্চ ১৯, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৮ মার্চ) মঙ্গলবার চৌরঙ্গী মোড় সংলগ্ন কো-অপারেটিভ ব্যাংক চত্বরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং দেশের সাধারণ মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক। এছাড়াও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন, বাচ্চু প্রধান ও মোজাম্মেল হকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, পবিত্র রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি মানুষের মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অন্যতম সময়। দোয়া মাহফিলে দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার এবং সার্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।