নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৮ মার্চ) মঙ্গলবার চৌরঙ্গী মোড় সংলগ্ন কো-অপারেটিভ ব্যাংক চত্বরে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং দেশের সাধারণ মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক। এছাড়াও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন, বাচ্চু প্রধান ও মোজাম্মেল হকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, পবিত্র রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি মানুষের মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অন্যতম সময়। দোয়া মাহফিলে দেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার এবং সার্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।