মোঃ আব্দুর রব, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : বিয়ের মাত্র দুদিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হুসাইন আহমদ (২৫) নামের এক যুবক। মঙ্গলবার (৬ই মে) বিকাল ৩টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত হুসাইন আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আগামী ৯ই মে কালিগঞ্জের ফারহানা অ্যান্ড আয়েশা কমিউনিটি সেন্টারে হুসাইন আহমদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে ছিলেন গোটারগ্রাম এলাকার আব্দুল হালিমের কন্যা মাহমুদা জান্নাত। ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছে। বিয়ের ঘর সাজানো, অতিথিরা আগত, বাড়িতে উৎসবমুখর পরিবেশ—সবকিছু মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে।
যে গেট দিয়ে বর সেজে যাওয়ার কথা ছিল, এখন সেই গেট দিয়েই ফিরবে তার নিথর দেহ। এমন হৃদয়বিদারক দৃশ্যে কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা।
হুসাইন আহমদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের চোখে এখন শুধুই হতবাক ও বেদনার ছাপ। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকাবহ পরিবেশে।