ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

“মহাপরিদর্শক পুলিশ বাংলাদেশ পুলিশ বরাবর নিরাপত্তার পত্র”

dhaka24
মে ৩, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুর রবঃ সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মাননীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে ৪মে লন্ডন থেকে রওনা দেবেন এবং ৫ মে দেশে ফিরবেন |

 

ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, অন্যান্য সঙ্গীদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবারের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি সিলেটের কৃতি সন্তান ড়াঃ জোবাইদা রহমান দেশে আসবেন |

 

সুত্র জানা যায় ড়াঃ জোবাইদা রহমান দেশে এসে তার পিতার বাসায় অর্থাৎ মাহবুব ভবন, বাসা # ৪০, সড়ক # ৫, ধানমন্ডি, ঢাকায় থাকবেন |

 

 

ড়াঃ জোবাইদা রহমান নিরাপত্তার নিশ্চিত করার লক্ষ্যে এ বি এম আব্দুস সত্তার, সাবেক সচিব -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চেয়ারপার্সনের একান্ত সচিব স্বাক্ষরিত “জরুরী গোপনীয়” স্বরক-বি/কা/০৪/ঢাকা /১২, তারিখ ৩০ এপ্রিল মহাপরিদর্শক পুলিশ – বাংলাদেশ পুলিশ বরার একটি পত্র দেওয়া হয়|

 

 

পত্র সুত্রে জানা যায় ড়াঃ জোবাইদা রহমান এর নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সেই কারণে তার ঢাকাস্থল বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিরাপত্তার জন্য “”একজন স্বশস্ত্র গানম্যান, গাড়ি সহ পুলিশ প্রটেক্টশন, বাসায় পুলিশ পাহারা, বাসায় আর্চওয়ে স্থাপন” চাওয়া হয়েছে |

 

পত্র সুত্রে আরো জানা যায়

ড়াঃ জোবাইদা রহমান এর নিরাপত্তার পত্রলিপির অনুলিপি “সিনিয়র সচিব- স্বরাষ্ট্র মন্ত্রণালয়,,পুলিশ কমিশনার ঢাকা.. মেট্রোপলিটন পুলিশ,, একান্ত সচিব- মাননীয় প্রধান উপদেষ্টা.. স্বরাষ্ট্র মন্ত্রণালয়,,

একান্ত সচিব.. মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ..স্বরাষ্ট্র মন্ত্রণালয়” সকলকে অবগত করা হয় ||

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।