ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
মে ৭, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুর রব, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে চিকনাগোল এলাকা হতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পন্য সামগ্রি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সেনা সূত্রে জানানো হয়, ৫ই মে রাত ১১টা ৪০ মিনিটে এএসইউ সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল চিকনাগুল এলাকায় অভিযান চালায়।

এসময় ঠাকুরের মাটি (কওর মাটি) এলাকার জৈনিক পঁচা মিয়া ও মড়া মিয়া নামে দুই ভাইয়ের মালিকানাধীন বাড়ী হতে ৫৫টি বড় সাইজের বস্তা পাওয়া যায় ।

পরে উদ্ধার হওয়া বস্তা হতে ৫০০ এর অধিক কার্টন উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় কার্টন হতে উদ্ধার হওয়া পন্যের মধ্যে লেহেঙ্গা, থ্রি পিস, ছোটদের জামা, ওড়না, জামা, পেন্টি, এনজেল, স্কিন শাহীন , পিসভিট ক্রিম, নিভিয়া সফট ক্রিম, গোমেলা ক্রিম, ক্লবজি ক্রিম, চশমা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ৪৬ হাজার ৩৮৮ টাকা সমপরিমাণ।

সেনাসূত্রে আরো জানানো হয়, উদ্ধারকৃত চোরাইপন্য সমুহ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।