মোঃ আব্দুর রবঃ সিলেট বিভাগীয় ব্যুরোঃ
সিলট বিভাগের মৌলভীবাজারের বড়লেখায় একটি রাজনৈতিক মামলায় দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন (৬২) গ্রেফতার হয়েছেন। ২৪ এপ্রিল দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার পূর্বশংকর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মাহতাব উদ্দিন মৃত জইন উদ্দিনের ছেলে। তিনি এক সময় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। তবে দাসেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ২০২১ সালের ১৩ নভেম্বর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ২০১৩ সালে বড়লেখায় সংঘটিত একটি সংঘর্ষের ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুল মালেক বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় মাহতাব উদ্দিন মাতাবকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।