ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, ঘাতক আটক

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
মে ৭, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুর রব, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় হৃদয় বণিক (২২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীর ছুরির আঘাতে মমিন মিয়া (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।

নিহত মমিন মিয়া শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে এবং ঘাতক হৃদয় বণিক ও একই এলাকার রবি বণিকের ছেলে।

মঙ্গলবার বিকেল চারটায় এই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে তার স্বজনরা প্রথমে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মমিন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মমিন মিয়া সিলেট এমএজি ওসমানি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ঘাতক হৃদয় বণিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিপংঙ্কর কান্তি দে’র গ্রুপের একজন কর্মী।

সে প্রায়ই দাড়াঁলো ছুরা নিয়ে চলাচল করত বলে জানা যায়।
ঘটনার সময় নতুনপাড়া এলাকায় নিহতের বাসার সামনে দিয়ে হৃদয় বণিক যাওয়ার পথে মমিন মিয়াকে দাড়াঁলো অস্ত্র নিয়ে চলাচল করতে বারণ করেন।

এতে উভয়ের মধ্যে কথা কাটাাকটির এক পর্যায়ে হৃদয় বণিক তার হাতে থাকা দাড়াঁলো ছুরা দিয়ে মমিনের পেছনে ও সামনে পরপর চারটি স্টেপিং করলে অনেক রক্তখননে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মমিন মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টায় ঘাতক হৃদয় বণিককে নতুনপাড়া নিজ বাসা থেকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ঘাতক হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।