মোঃ নাইমুর রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে ৭০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে পালনের উপযোগী একটি করে বকনা গরু বিতরণ করা হয়।
গরু বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, এলুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল পারভেজ ও শাহেদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত প্রতিটি গরুর সঙ্গে চার বস্তা করে গরুর খাদ্য এবং গরু পালনের জন্য প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামও সরবরাহ করা হয়।