ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারী দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

dhaka24
এপ্রিল ২৭, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

নবিজুল ইসলাম নবীন,নীলফামারীঃ

 

নীলফামারী দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শফিকুল ইসলাম সভাপতি ও গোলাম রব্বানী সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

শনিবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আমজাদ হোসেন ফলাফল ঘোষণা করেন।

 

এছাড়া নির্বাচনে সাধারণ সদস্য পদে আবুল কাশেম, জয়নাল আবেদীন লিটন, নজরুল ইসলাম, জিল্লুর রহমান শাহিন ও সিরাজুল ইসলাম সরকার নির্বাচিত হন।

 

এরআগে সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৪জন ভোটারের মধ্যে সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় এই নির্বাচন।

 

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মাসুম।

 

প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মাসুম জানান, সভাপতি পদে শফিকুল ইসলাম ৫৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী সরকার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

এছাড়া সভাপতি পতে প্রতিদ্বন্ধি আব্দুল্লাহ শাহ ৩৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধি হারুন অর রশিদ ২২ ও আব্দুল হামিদ সরকার ১৩ ভোট পান।

 

তিনি বলেন, সাধারণ সদস্যের ৫টি পদের বিপরিতে ১১জন অংশ নিয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।