মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাইয়ে কথা কাটাকাটির জেরে প্রান্ত দাস (২০) নামে এক যুবককে খুন করা হয়েছে। ২৬ এপ্রিল সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামের সেবক দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায়, নিহতের বড় ভাই পলাশ দাসের সাথে একই গ্রামের চাঁন মিয়ার ছেলে শাকিলের ধান শুকানো নিয়া কথা কাটাকাটি হয়।কথা-কাটাকাটি একপর্যায়ে শাকিল মিয়া বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আসেন। পলাশ দাসকে না পেয়ে ধান শুকানো কাজে থাকা তার ছোট ভাই প্রান্ত দাসকে (বুকের বা-পাশে) সুলফি দিয়ে আঘাত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনি রানী দাস মৃত ঘোষণা করেন।
দিরাই মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।