ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

‘দেশের মানুষ রিফর্ম বুঝে না, এলাকার উন্নয়ন কতটুকু করেছে, সেটা সেটা দেখে ভোট দিবে’ : এম নাসের রহমান

মজনু বিজয় চৌধুরী | মৌলভীবাজার
মার্চ ১৪, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি॥ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, দেশে আগামীতে যখন নির্বাচনে যাবে তখন জনগনতো দেখবে না, যে তুমি পার্লামেন্টে কোন বিল পাশ করেছ, না করনি। এসমস্ত রিফর্ম টিফর্ম না দেখে তুমি আমার এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কতটুকু করছে কি না, স্কুল করেছ কি না, হেলথের উন্নয়নে কাজ করেছ কী না, দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আছে কি না এসব বিচার বিশ্লেষন করে মানুষ ভোট দিতে যাবে।

শনিবার (১৪ই মার্চ) এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে দুসাই রিসোর্টে ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসের বলেন, এদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেমন, উপজেলা চেয়ারম্যান যেমন, এমপিও একই রকমের। আমার মনে হয়, পার্লামেন্ট মেম্বারদের রুলের ওপর একটা রিফর্ম হওয়া দরকার। যেমন- পাকিস্তানে আছে, মিনিমাম গ্র্যাজুয়েশন ছাড়া এমপি হওয়া যায় না।

মাহফিলে এম সাইফুর রহমানের চাচাতো ভাই মো. ফয়সল আহমেদ রহমান, মামোতা ভাই মো. বদরুল আলম, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. ড. মো. আব্দুল মতিন চৌধুরী, জেলা বারের আহ্বায়ক অ্যাড. মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা জামায়াতের সেক্রেটারী মো. ইয়ামীর আলী, জেলা জজ আদালতের জিপি আ্যাড. মামুনুর রশিদ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. জুবের আহমদ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবি, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনেরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।