লিটন সরকার, নীলফামারী :
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
“এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির স্বীকৃতি চাই”—এমন দাবি তুলে রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের হাজার হাজার শিক্ষার্থী চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও স্নাতক সমমানের স্বীকৃতি না পেয়ে হতাশায় ভুগছেন। এতে উচ্চশিক্ষার দরজা বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রেও তারা অবহেলিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, উন্নত দেশের আদলে নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে এগিয়ে নিতে হলে ডিপ্লোমা কোর্সকে ডিগ্রির মর্যাদা দিতে হবে। বর্তমান শিক্ষানীতি অনুযায়ী অবিলম্বে এ স্বীকৃতি না দিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চরম সংকটে পড়বে বলে তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের প্রতিটি জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে লাগাতার কর্মসূচী চলবে।