ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিপ্লোমাকে ডিগ্রির স্বীকৃতি চেয়ে নীলফামারীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

dhaka24
এপ্রিল ২৭, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

লিটন সরকার, নীলফামারী :

 

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

 

“এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির স্বীকৃতি চাই”—এমন দাবি তুলে রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

 

সমাবেশে বক্তারা বলেন, দেশের হাজার হাজার শিক্ষার্থী চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও স্নাতক সমমানের স্বীকৃতি না পেয়ে হতাশায় ভুগছেন। এতে উচ্চশিক্ষার দরজা বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রেও তারা অবহেলিত হচ্ছেন।

 

বক্তারা আরও বলেন, উন্নত দেশের আদলে নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে এগিয়ে নিতে হলে ডিপ্লোমা কোর্সকে ডিগ্রির মর্যাদা দিতে হবে। বর্তমান শিক্ষানীতি অনুযায়ী অবিলম্বে এ স্বীকৃতি না দিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চরম সংকটে পড়বে বলে তারা হুঁশিয়ারি দেন।

 

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়।

 

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের প্রতিটি জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে লাগাতার কর্মসূচী চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।