ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুর জমি নিয়ে বিরোধ হামলায় যুবদল নেতা নিহত, স্ত্রী ও ছেলে আহত

dhaka24
এপ্রিল ২৭, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সীমান্ত দাস, স্টাফ রিপোর্টার :

 

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা ফজল হক (৫৫) নিহত তাঁর স্ত্রী মরিয়ম বেগম (৪৫) ও ছেলে মনিরুজ্জামান (২৫) গুরুতর আহত হয়েছে। রোববার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ফজল হক বংশীনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বাঁশতৈল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি পেশায় ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৭ বছর পূর্বে ফজল হকের দাদি বংশীনগর মৌজায় তার নামে ৫৫ শতাংশ জমি দলিল করে দেন। কিন্ত ওই জমিটি ভোগ দখল করছিলেন ফজল হকের ফুপাত ভাইয়ের ছেলে মৃত মজিবুর রহমানের ছেলে পারভেজ। এদিকে ৪৭ বছর পূর্বের দলিল পেয়ে ফজল হক জমি দখল পেতে উদ্যোগ নেন ফজল হক।

 

তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতাব্বরদের নিয়ে একাধিক সালিশ বৈঠকও করেন। তাতে কোন সমাধান না পেয়ে সম্প্রতি আদালতে একটি মামলাও করেন। পরে জমির চারপাশে কাটা তারের বেড়া দিয়ে ঘেরাও দেন। অপর দিকে এ রোববার সকাল সাড়ে ৮টার দিকে পারভেজ ৩০ থেকে ৩৫ জন লোকসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফজল হকের কাটা তারের ঘেরা উঠাতে গেলে ফজল হক বাধা প্রদান করেন। এসময় পারভেজ ও তার সঙ্গে থাকা লোকজন ফজল হককে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। ফজল হকের আত্মচিৎকারে তার স্ত্রী মরিয়ম বেগম এগিয়ে, ছেলে মনিরুজ্জামান এগিয়ে আসলে তাদেরও মারপিট করে আহত করেন পারভেজ ও তার লোকজন। আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় ফজল হক, তার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল যান।

 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে গিয়ে ফজল হকের লাশের সুরতহাল করা হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।