শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর খর্ণিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া, আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় ইউনিয়ন জামায়াতের সভাপতি শেখ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন। খান ওহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা সেক্রেটারি হাফিজুর রহমান, শোভনা ইউনিয়ন সভাপতি শেখ মোসলেম উদ্দিন, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান, সেক্রেটারি হাফেজ মঈন উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মোঃ মোস্তফা কামাল, শেখ এনামুল হক, শেখ আনিচুর রহমান, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সেক্রেটারি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মুখতার হুসাইন।