ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে জেলা বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Link Copied!

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি : প্রকৌশলী তুহিনের মুক্তিতে নীলফামারীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে,সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তিতে নীলফামারীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশে মিলিত হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি মাসুদুল আলম দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লূৎফুল আলম চৌধুরী শুভ প্রমুখ। সমাবেশ শেষে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি বিএনপির চেয়ারপার্সসন বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে। বিগত ১/১১ সরকারের সময়ে দায়ের হওয়া একটি মামলায় গত ২৯ এপ্রিল (চলতি বছর) ঢাকার আদালতে আত্মসমর্পণ করলে বৃহস্পতিবার তার জামিন আবেদন মঞ্জুর হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।