ফুলবাড়ীতে ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতা
মোঃ নাইমুর রহমান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার (১১ মে ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে ফুলবাড়ী থানাধীন লক্ষ্মীপুর শিব মন্দির এলাকায় অভিযান চালিয়ে এসআই বুলু মিয়া ও এএসআই কমলাকান্ত সঙ্গীয় ফোর্সসহ মোঃ মাসুদ রানা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেন। গ্রেফতারকৃত মাসুদ রানা ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মোঃ রজব আলীর পুত্র।
পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস করার সুবাদে মাসুদ রানা দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে ফেনসিডিল চোরাচালান করে এনে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এদিকে মাদক নির্মূলে ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।