ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জাপানে রিসার্চ অ্যান্ড ট্রেইনিং প্রোগ্রামে পবিপ্রবির ৮ সদস্যের অংশগ্রহণ

Link Copied!

দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : জাপানে অনুষ্ঠিত সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আট সদস্যের একটি গবেষক দল।

গত ১০ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারা জাপানের বিখ্যাত গিফু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মশালায় অংশ নেন। দলটির নেতৃত্বে দিয়েছেন পবিপ্রবি’র জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শারমীন আক্তার।

উল্লেখ্য যে, প্রফেসর ড. কাজী শারমীন আক্তার উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

গবেষক দলের সদস্যরা গিফু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। পাশাপাশি তাঁরা অ্যানিমেল রিপ্রোডাক্টিভ টেকনোলজি বিষয়ে লেকচার প্রোগ্রামে অংশগ্রহণ, ল্যাব প্রাকটিস ও ফার্ম ভিজিট করেন। এছাড়াও তারা জাপানের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমন করেন।

পবিপ্রবি ও জাপানের গিফু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতামূলক গবেষণা সহযোগিতা ও যৌথ গবেষণা প্রকল্পের সম্ভাবনা নিয়েও তাঁরা আলোচনা করেন। সবশেষে ১০ দিনের কর্মকান্ডের উপর প্রেজেন্টেশন উপস্থাপন ও সার্টিফিকেট গ্রহণের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়। গবেষক দলের অন্য সদস্যরা হলেন পবিপ্রবি’র জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের এমএস শিক্ষার্থী কামাল উদ্দিন তুহিন ও তামজিদ হোসাইন। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের অনার্স শিক্ষার্থী মোঃ নাজমুস সাকিব তন্ময়, অর্ঘ্য সিনহা, মাইনুল হাসান জিসান, স্বর্ণা পাইন মৌমিতা ও হোমায়রা আফরিন মিম।

প্রোগ্রাম সম্পন্ন করে তাঁরা দেশে ফিরে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন এর সাথে দেখা করেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করেন৷

এসময় ভাইস-চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই অভিজ্ঞতা পবিপ্রবির গবেষণা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে এবং ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও গভীর গবেষণা সহযোগিতার দ্বার উন্মোচন করবে।”

প্রো-ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন ও অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বলেন, “বিশ্ববিদ্যালয়ের হয়ে এই অর্জন আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে আরও বেশি শিক্ষক ও শিক্ষার্থীকে এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হবে।”

ভিসি, প্রো-ভিসি এবং রেজিস্ট্রার আশা প্রকাশ করেন, জাপানের গিফু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করা আলোচনার ফলস্বরূপ দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও অ্যাকাডেমিক বিনিময় আরও দৃঢ় হবে, যা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।