দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন অনুষদটির ফিসারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সাজেদুল হক।
গত ৪ঠা মার্চ পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এটা জানানো হয়।
অফিস আদেশে আরো জানানো হয়, এ দায়িত্ব পালনসূত্রে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক তিনি আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো সময় এ আদেশ প্রত্যাহার, সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
এর আগে, অনুষদটির ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন ।
উল্লেখ্য, প্রফেসর ড. সাজেদুল হক আগামী ২ বছরের জন্য মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।