ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সকল বৈষম্য দূর ও চাকরি জাতীয়করণ চাই: এমএ ছফা

Link Copied!

বিপ্লব দাস, চট্টগ্রাম প্রতিনিধি : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্যতম প্লাটফর্ম শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চট্টগ্রাম জেলা সভাপতি এমএ ছফা চৌধুরী বলেছেন, “শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি সকল বৈষম্য দূরীভূত করে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও চাকরির নিরাপত্তা রক্ষা করতে চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবী। সুতরাং এই দাবী অবিলম্বে মেনে নিতে হবে।”

সোমবার (৫ই মে) বিকেলে শিক্ষক -কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ দাবী পুনর্ব্যাক্ত করেন তিনি।

সংগঠনের উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির’র সভাপতিত্বে ও সদস্য সচিব মনজুর আলম মাস্টারের সঞ্চালনায় পৌর সদরস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি, বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাহী সচিব সাইফুল ইসলাম চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক এডভোকেট সেলিম চৌধুরী, উপাধ্যক্ষ কায়ছারুল হক, সাবেক কাউন্সিলর মাহম্মদুল হক মেম্বার, বক্তব্য রাখেন অধ্যাপক ছাবেরা শারমিন, অধ্যাপক মিজানুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, আবু হানিফ ছিদ্দিকী, মনছুর আলী প্রমূখ।

পরে সকলের সম্মতিক্রমে অধ্যাপক ইমাম উদ্দিন মনিরকে সভাপতি ও মনজুর আলম মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শিক্ষক- কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখা কমিটি ঘোষনা করেন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।