ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী রেলওয়ে প্ল্যাটফর্ম দখলে নিয়ে প্রভাবশালীদের কনস্ট্রাকশন ব্যবসা

Link Copied!

নাইমুর রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের গুরুত্বপূর্ণ ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর নীলসাগর, বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা নিয়মিত উঠানামা করেন। চিরিরবন্দর, পার্বতীপুর, নবাবগঞ্জ ও বিরামপুরের অসংখ্য যাত্রীও এই স্টেশন ব্যবহার করেন। রাজস্ব আয়ের দিক থেকেও এটি জেলা পর্যায়ের অনেক স্টেশনের চেয়ে এগিয়ে। অথচ এত গুরুত্বপূর্ণ স্টেশনটির অবস্থা এখন বেহাল!

সরেজমিনে জানা যায়, দীর্ঘদিন ধরে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটি দখল করে কিছু প্রভাবশালী ব্যক্তি কনস্ট্রাকশনের মালামাল রাখছেন। ট্রাক্টর নিয়ে প্ল্যাটফর্মে দাপিয়ে বেড়াচ্ছেন তারা। এতে ট্রেনে ওঠা-নামা করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

এবিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেলে, তারা কেউ মুখ খুলতে রাজি হননি ভয়ে। এমনকি ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টারও কোনো মন্তব্য করতে রাজি হননি। তার নীরবতা দেখে মনে হয়েছে, তিনিও এই চক্রের কাছে অসহায়!

এবিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই কাজটি সম্পূর্ণ বেআইনি। বিষয়টি স্টেশন মাস্টারদের কঠোরভাবে প্রতিহত করা উচিত ছিল। আমরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”

স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত হয় এবং যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। এখন দেখার বিষয়, প্রশাসন কতটা কার্যকর পদক্ষেপ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।