ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

৫০ বছর পর চালু হচ্ছে শমসেরনগর বিমানবন্দর, একসময় ছিলো এশিয়ার বৃহত্তম রানওয়ে

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
মে ৬, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুর রব, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : মৌলভীবাজারের শমসেরনগরে অবস্থিত ঐতিহাসিক বিমানবন্দরটি দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবারও চালু হতে যাচ্ছে। ব্রিটিশ শাসনামলে নির্মিত এই বিমানবন্দরটি এক সময় এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রানওয়ের অধিকারী ছিল। এমনকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রানওয়ের বিমানবন্দর হিসেবে স্বীকৃতিও পেয়েছিলো এটি।

দীর্ঘদিন ধরেই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ অবকাঠামোটি এখন আবার সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণের মাধ্যমে বিমান চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে এই বিমানবন্দরটি।

স্থানীয়দের মতে, এই বিমানবন্দর চালু হলে মৌলভীবাজারসহ পুরো সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে। একইসাথে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্তও উন্মোচিত হবে।

উল্লেখ্য, ১৯৪০-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাজ্যের র‍্যাফ বাহিনী এই বিমানবন্দরটি নির্মাণ করেছিলো।কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে এটি ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে এবং অবশেষে অচল হয়ে পড়ে।

সরকারি উদ্যোগে আবারও চালু হতে যাওয়া এই বিমানবন্দর নতুন করে আলোচনায় এসেছে। আর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরাও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।