ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে ছাত্র-জনতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মজনু বিজয় চৌধুরী | মৌলভীবাজার
মার্চ ১১, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় অভিযান চালিয়ে বুলবুল আহমেদ ওয়াতির (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা-পুলিশ।

মঙ্গলবার (১১মার্চ) রাতে উপজেলার মুন্সিবাজার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত বুলবুল আহমেদ ওয়াতির রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর রামচন্দ্রপুর এলাকার মৃত ওয়াদ উল্ল্যার ছেলে। তিনি কমলগঞ্জ রহিমপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয়রা জানান, বিগত ফ্যাসিষ্ট সরকারের কৃষিমন্ত্রী আব্দুস শহীদ পরিবারের বিশস্ত আস্থাভাজন হিসেবে পরিচিত হিসেবে এই ওয়ার্ড সদস্য দাপট কাটিয়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেছেন। বিএনপি -জামায়াত ও তার মতের বিরুদ্বের লোকদের উপর হামলা মামলাসহ বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিবাজার এলাকায় পুলিশ অভিযান চালায়। বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় বুলবুল আহমেদ ওয়াতিরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।