নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সদর উপজেলার ঢেলাপির হাটের সরকারি খাস জমি দখল করে বিক্রির অভিযোগ উঠেছে হাসনা হেনা চৌধুরী নামের এক মহিলার বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে দেখা যায় ঢেলাপির বাজার মসজিদের ওযুখানার পানি ফেলার জায়গা দখল করে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। মসজিদ ও স্থানীয় মুসল্লিদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন থেকে মসজিদের পানি ফেলার জন্য জায়গাটি নির্ধারণ করা ছিল,কিন্তু হঠাৎ করে গত ২৪ এপ্রিল স্থানীয় প্রভাবশালী হাসনা হেনা চৌধুরী অজু খানার পানি ফেলার জায়গাটি দখল করে টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। হাটের সরকারি খাস জমি দখল করে তিনি কিসের বলে দোকান নির্মাণ করতেছেন তা জানতে চায় মসজিদের মুসল্লিরা।
স্থানীয় কবির চৌধুরী জানান হাটের বিভিন্ন স্থানে তিনি দখল করে প্রতি হাটে চাঁদা তোলেন কেউ জদি তার বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।
এছাড়াও তার বিরুদ্ধে ৩/ ৪ শত পরিবারের যাতায়াতের জন্য একমাত্র রেকর্ডীয় রাস্তাটি সংকচিত করার অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যবসায়ীগণ এবং বাজার মসজিদের মুসল্লিরা মসজিদের ওযুখানার পানি ফেলার জায়গাটি যেন তিনি অবৈধভাবে দখলে রাখতে না পারেন এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন আপনাদের মাধ্যমে অভিযোগটি জানতে পারলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।