মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার ১২ মে রাত সাড়ে ৯ টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া এলাকায় এ অভিযান চালালো হয়।
এতে বিপুল পরিমাণ ইয়াবাসহ উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলী’র ছেলে রহমত আলী (৫০) ও একই গ্রামের মৃত সৈয়দ আলী’র ছেলে ইসাক আলী (৪৫) কে আটক করা হয়।
এতে মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।ইসাক আলী মূলত শীলাকুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।