মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ
এখানেই বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য। এখানেই দেশপ্রেম স্পষ্ট।
শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন।
আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করার অনুষ্টানে জয়ের একটি ছবি ভাইরাল হয়েছে।
অন্যদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক অনেক বছর ধরে ব্রিটেনে নির্বাসিত।
এতোদিনে তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব নেওয়া সুযোগ ছিল । কিন্তু তিনি ব্রিটিশ নাগরিকত্ব নেননি।
তিনি ব্রিটেনে আইএলআর বা ইনফিনিটি লিভ নামক ক্যাটাগরিতে রয়েছেন। উনি যেকোন সময় আবেদন করলে ৪৫ দিনের ভিতরে ওনার পাসপোর্ট ইস্যু করবে ব্রিটিশ সরকার।
জিয়া পরিবার ও তারেক রহমানের দেশপ্রেম নিয়ে কোন শত্রু মহলও প্রশ্ন করতে পারবে না। তাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন কিংবা সামাজিক জীবনটাও এই দেশের সাথে।
আর শেখ পরিবারটার প্রত্যেকের জীবন দেখুন। প্রত্যেকের বিয়ে-শাদি থেকে শুরু করে নাগরিকত্ব- সবই দেশের কৃষ্টি সংস্কৃতির বাইরে। এরা আবার বড় বড় কথা বলে |