ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের ক্যাচির আঘাতে ছোট ভাই খুন

dhaka24
এপ্রিল ৩০, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় ব্যরো প্রধানঃ

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫) নিহত হয়েছেন।

 

একই গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে নিহত রুবেল আহমেদ এহিয়া ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল সকালে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া ক্যাচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন।

 

এতে রুবেল আহমদ এহিয়া গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় রুবেল আহমেদ এহিয়া মৃত্যুবরণ করেন |

 

নিহত রুবেল আহমেদ এহিয়া সৌদি আরব প্রবাসী ছিলেন।

 

পাঁচ বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরেন । আট মাস আগে তিনি বিয়ে করেন।

 

এরপর পুনরায় তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল।

 

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান জানান, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকেই বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই গুরুতর আহত হয়।

 

আহত অবস্থায় তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে ।

 

তিনি আরো জানান নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।