মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গলে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শ্রীমঙ্গল উপজেলা শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহরের আগ্রা চাইনিজ রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা জামাতে ইসলাম এর আমির মাওলানা ইসমাইল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিজ উদ্দিন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল ফজল আব্দুল হাই ডন, যুগ্ম-সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মোজাহির, দপ্তর সম্পাদক মুসলিম চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য নূর মোহাম্মদ সাগর, সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, এমএ রকিব, সাইফুল ইসলাম, মিজানুর রহমান আলম, আবুজার রহমান বাবলা, সামসুল ইসলাম শামিন, আনোয়ার হোসেন জসিম, সুলতান মাহমুদ ও মানব কন্ঠের মোহাম্মদ আল আমিন প্রমুখ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।