ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি দুমকির ছাত্রদল নেতাদের

দুমকি প্রতিনিধি | পটুয়াখালী
মার্চ ১১, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সরকারি জনতা কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় জনতা কলেজ মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরিফ সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত,সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সুলতান শাহাদাৎ , ওবায়দুল ইসলাম অভি, সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত বলেন বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারছেনা,দেশে বিভিন্ন সমস্যা চলছে,তাই আমরা বলতে চাই সরকার যদি দেশের আইনশৃঙ্খলা ঠিক করতে না পারে তবে এর দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ করা উচিত। তিনি আরও বলেন দেশে অতিদ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে যারা জয়ী হবে নির্বাচিত সরকার দেশের আইনশৃঙ্খলা সহ সবকিছু ঠিক করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।