মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গলে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ই ফেব্রুয়ারী) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.ইউসুফ মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সমাবেশটির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম খান রসিক। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম ও সাংগঠনিক সম্পাদক শামসুল হক।
এসময় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন চৌধুরী, সদস্য মকসুদ আলী, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু মিয়া, কমলগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ছমরু মিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সফিক মিয়া, পৌর শ্রমিক দলের সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক মিয়া প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জুলফু মিয়া।