মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) বীরগঞ্জ সেরকারী কলেজের সামনে ঢাকা- পঞ্চগড় মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচী পালন করন। মানববন্ধনে ছাত্রদলের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা নারী নিপীড়ন ও ধর্ষণ বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নিয়ে স্লোগান দিতে থাকে।
এসময় বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব বলেন, সারাদেশে নারীরা অব্যাহত নিপীড়ন ও ধর্ষণের শিকার হচ্ছেন, এটা আমাদের জন্য লজ্জাস্কর। সরকারকে অতি দ্রুত ধর্ষক ও নিপীড়কদের শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি বলেন, কিছুদিন ধরে নারীদের ওপর নিপীড়ন, ধর্ষণ, হামলা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আমার এ কলেজ থেকে এই বার্তা দিতে চাই যে, নারীর প্রতি কোনো ধরনের নি*পীড়ন সহ্য করা হবে না। সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পযন্ত আমাদের এ আন্দোলন চলবে। একটি নিরাপদ ও সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কয়েক দিনের অব্যাহত ধর্ষণের ঘটনায় আমাদের আশা ভঙ্গ হয়েছে। সরকারের প্রতি আবেদন, অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় এনে দেশে সুশাসন আর নিরাপত্তা নিশ্চিত করুন।
এসময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মোঃ আব্দুল্লাহ আবির, মোঃ মোবারক হোসেন, মোঃ মনোয়ার হোসেন, মেহেদী হাসান, হযরত আলী, লিমন, রনি, পিয়াস, আবির, সোহেল, শুভ, হৃদয় প্রমুখ।