নীলফামারী প্রতিনিধি : জুলাই অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’-এর কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম-মুখ্য সংগঠক হিসেবে নীলফামারীর জলঢাকা উপজেলার কৃতি সন্তান ও ঢাবি শিক্ষার্থী আবু সাঈদ লিওন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আখতারুজ্জামান খান।
আবু সাঈদ লিওনকে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান বলেন, গত ২৮শে ফেব্রুয়ারী রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা ছাত্র-নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলে নীলফামারী জেলার কৃতি সন্তান আবু সাঈদ লিওন ‘জাতীয় নাগরিক পার্টি’-এর কেন্দ্রীয় কমিটিতে যূগ্ম-মুখ্য সংগঠক প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি ছাত্রজীবন থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন শিক্ষাজীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এছাড়া, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। কাজের স্বীকৃতি স্বরুপ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যূগ্ম-মুখ্য সংগঠক নির্বাচিত হয়েছেন।