মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আওতাধীন খলিলপুর ইউনিয়ন বিএনপি উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় শেরপুর বাজারে খলিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে মৌলভীবাজার সদর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহাবুদ্দিন আহমদের সভাপতিত্বে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শেখ জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মতিন বকস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য খালিছুর রহমান, ওয়াহিদুর রহমান জুনেদ, আবুল হোসেন, হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ শাহেদ, মাজহারুল ইসলাম রকি, আহমেদ, সেজিম আহমেদ প্রমুখ।