মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি॥ দ্রব্যমূল্যের উধ্বর্গতি রোধ, আইন শৃংখলা উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবীতে জেলায় বিএনপির সমাবেশের অংশ হিসাবে মৌলভীবাজারেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই ফেব্রুয়ারী) মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন ও সমাবেশ সঞ্চালনায় করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, হাজী মুজিবুর রহমান প্রমুখ।
জেলা বিএনপির উদ্দোগে স্থানীয় পৌরসভা চত্বরে সোমবার বিকেল ৪টায় শুরু হওয়া সমাবেশ চলে সন্ধ্যা পর্যন্ত। সমাবেশে জেলা সদর ছাড়াও প্রতিটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, তারেক রহমান বলেছেন, বিএনপি কোন নেতা কমী যদি কোন অন্যায় কাজে লিপ্ত থাকে এবং জনগণের বিরুদ্ধে কোন অবস্থানে যায় জমি দখল থেকে চাঁদাবাজি সাথে সম্পৃত থাকে দল তাদেরকে প্রশ্রয় দিবে না। এবং যারা এদেরকে আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে ব্যাবস্তা নেওয়া হবে। গত ১৭ বছর এই ফ্যসিষ্ট সরকার জনগণের জান মাল লুন্টন করেছে, সেই যায়গায় বিএনপি যদি আগামী সরকারে আসে, তাহলে জনগণের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে।