ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

অপকর্ম করে নেতাকর্মীদের এতিম করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আজাদ সিদ্দিকী

সীমান্ত দাস | স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত দাস, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, অপকর্ম করে নেতাকর্মীদের এতিম করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর তারেক রহমানের নেতৃত্বে দেশে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রাম হয়েছে। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। অনেকে গুম হয়েছেন, আবার অনেকে জেল খেটেছেন। সর্বোপরি গত ৫ই আগস্ট ছাত্র-জনতার মহাবিপ্লবের মধ্য দিয়ে দেশে সরকার পরিবর্তন হয়েছে। শুধু সরকার পরিবর্তনই হয়নি, দলের সকল নেতাকর্মীকে এতিম করে দল ও সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

বৃহস্পতবিার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর র্সূয্যতরুণ উচ্চ বিদ্যালয়ের ৩৬তম বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতকি প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশীদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. খললিুর রহমান, বাঁশতলৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, এই যে শেখ হাসিনা পালিয়ে গেল। তিনি কেন পালিয়ে গেল। আমরা তো তাকে পালিয়ে দেতে বলি নাই। আমরা তো তাকে রাজনীতি ছেড়ে দিতে বলি নাই। আমরা তাকে বলেছিলাম নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য। কিন্তুু তিনি আমাদের দাবি না মেনে তার অধীনে নির্বাচনের আয়োজন করেছেন। এক তরফা নির্বাচন করে তিনি দিনের ভোট রাতে দিয়েছেন। এক ব্যক্তিই ৫শ থেকে এক হাজার ভোট দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি এমন কোন কাজ করবে না, যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এর আগে বুধবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম বাজার মাঠে মীরা পাগলার ২১৯ তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

– ঢাকা২৪টিভি 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।