ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাড়ির আঙ্গিনায় সজনে গাছ লাগিয়ে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন ডুমুরিয়ার গৃহস্থরা

dhaka24
মার্চ ২১, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ

ডুমুরিয়া (খুলনা)সবজি হিসেবে সজনে জনপ্রিয় ও সুস্বাদু। তবে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তা কেবল স্বাদের জন্যই নয়। এর নানা ঔষধি গুণের জন্যও। চিকিৎসকরাও এখন নানা রোগের হাত থেকে বাঁচার জন্য সজনে পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কাজেই কারো বাড়ির বাগানে বিনাব্যয়ে ও বিনাশ্রমে যদি সজনে গাছে হাজার হাজার টাকার সজনে উৎপাদিত হয় তাতে উল্লসিত হবার কথা বৈকি। বাণিজ্যিকভাবে চাষ হলে সজনে অর্থকরী সবজিও হয়ে উঠতে পারে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪ইউনিয়ানের প্রতিটি বাড়ির আঙিনায় এবং রাস্তার পাশে, পতিত জমিতে এখন সজনে গাছে থোকায় থোকায় ঝুলছে সজনে ডাঁটা। ডাঁটার ভারে নুয়ে পড়ছে ডাল। বিনাব্যয়ে উৎপাদিত এসব সজনে গাছের ডাঁটা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন এলাকাবাসী। শীতের শেষে গরমে ডুমুরিয়া এখন মৌসুমী ও সুস্বাদু সঙ্গী সজনে খাওয়ার ধুম। উপজেলার প্রতিটি বাড়িতেই এখন মাছ, চালকুমড়ার বড়ি, আলুর সাথে সজনে ডাঁটা রান্না হচ্ছে। বাজারের থলেতে সজনে ডাঁটা সবার হাতে হাতে। কেউ আবার নিয়ে যাচ্ছেন আত্মীয়-স্বজনের বাড়িতে। বহুগুণে গুণান্বিত সজনে ডাঁটার গাছ এখন খুলনা জেলার

প্রতিটি ব্যড়ির আঙিনায়। বাজার দাম এবং চাহিদার কারণে অনেকে এখন সজনে চাষ করছেন। সঙ্গী হিসাবে অন্যান্য সবজির চেয়ে সজনের চাষ অনেক লাভজনক। বাড়ির আনাচে-কানাচে বা পতিত জমিতে এই গাছ। লাগিয়ে চাষ করা যায়।

ফুল থেকে লকলকে কচি ডাঁটা যখন বাজারে ওঠে ৪শ থেকে ৫শ টাকা কেজি দরে বিক্রি হয়। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে যখন পরিপুর্ণ বাজারে আসে তখন দাম কমে যায়। বর্তমানে বাজারে ২শতটাকা থেকে ২৫০টাকা কেজি দরে সজনে ডাঁটা বিক্রি হচ্ছে। এবার প্রাকৃতিক ঝড়-ঝাপটা না হওয়ায় প্রতিটি গাছে ফলন এসছে প্রচুর। সজনে উৎপাদনে চাষিদের কোন খরচ হয়না। ফলে গাছ থেকে যতটুকু সজনে ডাঁটা উৎপাদিত হয় তার সবটুকুই চাষির লাভ। ডুমুরিয়া সদর উপজেলার মকবুল হোসেন গ্রামের সজনে চাষি মুকুল বিশ্বাস জানান, বাণিজ্যিকভাবে মাঠে কোন জমিতে সজনে চাষ করেন না। তার বাড়ির চারপাশে ২৫টি সজনে গাছ লাগিয়েছেন। এই গাছগুলি লাগাতে কোন খরচ হয়নি তার। তিনি এই মৌসুমে ২০-৩০ হাজার টাকার সজনে ডাঁটা বিক্রি করবেন বলে আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।