ঢাকাশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুরে ১৩ বছরের জহুরার উচ্চতা মাত্র ২৯ ইঞ্চি

সীমান্ত দাস | স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত দাস, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুরের ১৩ বছরের জহুরা যেন ১৩ মাসের শিশু। ১৩ বছর বয়সে জহুরার উচ্চতা মাত্র ২৯ ইঞ্চি। প্রতিবন্ধী জহুরা ও তার অসুস্থ মাকে নিয়ে বিপাকে পড়েছেন জহুরার নানা-নানি ও মামা।

উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান গ্রামে নানার বাড়িতে জহুরা ও তার মা থাকেন। জহুরার বাবার বাড়ি উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে।

জানা গেছে, প্রায় পনের বছর আগে লতিফপুর গ্রামের জাকির হোসেনের সঙ্গে শাহানাজ বেগমের বিয়ে হয়। জহুরার জন্মের তিন মাসের মাথায় জহুরার বাবা জাকির হোসেন জহুরার শাহানাজ বেগমকে তালাক দেন। এরপর থেকে জহুরাকে নিয়ে তার মা শাহানাজ বেগম বাবার বাড়ি বালিয়াজান গ্রামে থাকেন। জহুরার মায়ের রয়েছে মৃগী রোগ। মাঝে মধ্যে মৃগী রোগের উপসর্গ দেখা দিলে তার জীবনও সংকটাপন্ন হয়ে পড়ে।

এদিকে অসুস্থ মেয়ে শাহানাজ ও নাতনী জহুরাকে নিয়ে বিপাকে পড়েছেন নানা সাহাজ উদ্দিন। তিনি বলেন, জহুরার সমবয়সী মেয়েরা এখন মাধ্যমিক স্কুলে পড়ে। আর জহুরা এখনও শিশু। তিনি বলেন, তার সামর্থ্যের মধ্যে তিনি মেয়ে ও নাতনীকে চিকিৎসা ও ভরন পোষণ করেছেন। কিন্ত এখন তারও বয়স হয়েছে। তিনি আর তাদের ভরন পোষণ করতে পারছেন না।

তিনি দেশবাসী ও সরকারের কাছে তার মেয়ে ও প্রতিবন্ধী নাতনী জহুরার চিকিৎসায় সহযোগিতা চেয়েছেন। নানী রহিমা বেগমও কান্না জড়িত কণ্ঠে একই দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।