ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা থেকে আগত জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সিলেটেরজকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

dhaka24
মে ২, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগীয় ব্যুরোঃ

 

ঢাকা থেকে আগত জাতীয় পর্যায়ের খ্যাতিমান সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১ মে সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও কিংবদন্তি ক্রাইম রিপোর্টার পারভেজ খান। বিশেষ অতিথি হিসেবে আরও

 

উপস্থিত ছিলেন মুভি বাংলা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার কৌশিক আহমেদ সোহাগ ও আলতাফ হোসেন অমি।

 

সভায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য আজাদুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত।

 

 

এছাড়া কোষাধ্যক্ষ তারেক আহমদ, নির্বাহী সদস্য আহমদ হোসাইন আইমান, হাবিব উল্লাহ মিসবাহ, আব্দুশ শহীদ শাকির, সাইফুর রহমান, মাহতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, জাতীয় ও স্থানীয় সাংবাদিকতার চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা, অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল, জাতীয়-স্থানীয় সাংবাদিকদের মধ্যে নেটওয়ার্ক জোরদারসহ ডিজিটাল সাংবাদিকতা ও মোবাইল জার্নালিজম নিয়ে আলোচনা হয়।

 

 

সভায় অভিজ্ঞ সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের আয়োজন, যৌথ কর্মসূচি গ্রহণ এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

 

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন এবং জাতীয় পর্যায়ে সুনির্দিষ্ট যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।