নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধিঃ
শ্রমিক -মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যে নীলফামারীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রসাশন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন, জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম ও সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম সহ অনেকেই।
এছাড়াও দিবসটি পালনে সকাল থেকে জেলায় বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।