মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ। মৌলবীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে রাত ১২টা ০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, জেলা পরিষত, পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠন, সিভিল সার্জনের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, গণস্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো, বিআরটিএ, আঞ্চলিক পাসপোর্ট অফিস ও হাসপাতাল, ফায়র সার্ভিস,জেলা কারাগারসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
আজ সরকারি ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়মে, সঠিক রঙ ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।