ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গ্রীষ্মের বার্তাবাহক কাঁচা আম ও লিচুতে মুখরিত গ্রামীণ বাগান

dhaka24
এপ্রিল ৩০, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুর রব: সিলেট বিভাগ ব্যুরো প্রধানঃ

 

গ্রীষ্মের সূচনা মানেই প্রকৃতি সেজে ওঠে রঙিন ফল-ফসলে।

 

বাংলার গ্রামীণ জনপদে এখন গাছে গাছে ঝুলছে কাঁচা আম আর লিচুর ঝাঁক।

বাগানজুড়ে ছড়িয়ে পড়েছে মৌ মৌ ঘ্রাণ আর কৃষকের ব্যস্ততা।

 

বছরের এই সময়টিতে আম ও লিচু—দুই জনপ্রিয় ফলের সমাহারে কৃষি এলাকা যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে।

 

আমগাছে এখন কচি সবুজ আম, যা রোদ ও সময়ের সাথে সাথে রূপ নেবে রসালো পাকা আমে।

 

কৃষকরা জানাচ্ছেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমের গুটি ঝরে পড়ার হার কম, ফলনও সন্তোষজনক হবে বলে আশা করছেন তারা।

 

অন্যদিকে, লিচুর বাগানেও একই চিত্র। গাছে গাছে লিচুর ঝাঁক, কিছু কিছুতে ইতোমধ্যেই লালচে রঙ দেখা যাচ্ছে।

 

চাষিরা বলছেন, চলতি মে মাসের মাঝামাঝি সময়েই বাজারে উঠতে পারে প্রথম ধাপের লিচু। ফলে স্থানীয় বাজারসহ দেশের বড় শহরগুলোর পাইকাররা আগেভাগেই যোগাযোগ শুরু করে দিয়েছেন।

 

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত সেচ ও পরিচর্যার মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করা সম্ভব।

 

তারা চাষিদের পরামর্শ দিচ্ছেন কীটনাশক ব্যবহারে সতর্কতা অবলম্বনের জন্য।

 

এই দুই মৌসুমি ফল শুধু স্বাদের দিক থেকেই নয়, অর্থনৈতিকভাবেও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

ফলে আম ও লিচুর বাম্পার ফলনের আশা চাষিদের মুখে হাসি এনে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।