মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিলেটের বিশ্বনাথে মৎস্য খামার থেকে এক তরুণের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম শাওন আহমদ (২০)
সে সিলেটের বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রামের মাসুক মিয়ার ছেলে।
২৮ এপ্রিল সকাল সাড়ে ৮টায় উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর মাছের খামারের পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
তিনি ওই ফিসারি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
পুুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাওন ও তার ভাই সাজন আহমদ দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর মাছের খামার পরিচালনা করে আসছিলেন।
২৮ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ খামারে পুকুরে শাওনকে ভাসমান অবস্থায় দেখতে পান সাজন। পরে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃক ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, লাশটি ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ভিকটিম একজন মৃগী রোগী বলে জানা গেছে।
এলাকার বাসির ময়না রিপোর্ট সঠিকভাবে এলে আসল রহস্য বের হবে,
পরিবারের দাবি মৃগী অনেক পুর্বে সে দীর্ঘ দিন থেকে সম্পূর্ণ সুস্থ ছিলো |
আমরা চিন্তাভাবনা করে আইনি দারস্ত হব ||