ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী ভার্সিটিতে, ‘আইটি স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

dhaka24
মে ১৪, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘আইটি স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

১২ মে সোমবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এই সেমিনারের আয়োজন করে।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেককে তথ্যপ্রযুক্তি সম্পর্কে সচেতন ও দক্ষ হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধির মাধ্যমে আমরা সেবার মানকে আরও উন্নত করতে পারবো। এই প্রশিক্ষণ কর্মসূচি আমাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “প্রযুক্তি-নির্ভর প্রশাসনিক দক্ষতা একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের অপরিহার্য উপাদান। কর্মকর্তা ও কর্মচারীদের আইটি জ্ঞান যত সমৃদ্ধ হবে, তত বেশি গতিশীল হবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম।”

 

কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন, “আইটি স্কিল উন্নয়নের এই প্রয়াস অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এর মাধ্যমে কর্মরতদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রযুক্তিনির্ভর দাপ্তরিক কার্যক্রমে গতি আসবে।”

 

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “উন্নয়ন ও অগ্রগতির পথে তথ্যপ্রযুক্তি আমাদের সবচেয়ে বড় সহায়ক শক্তি। কর্মক্ষেত্রে ডিজিটাল সক্ষমতা থাকলে দায়িত্ব পালন যেমন সহজ হয়, তেমনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিও ত্বরান্বিত হয়। এই ধরনের প্রশিক্ষণ নিয়মিত হওয়া প্রয়োজন।”

 

আইকিউএসি সেল এর ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় উক্ত সেমিনারের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সেকশন অফিসার এস.এম. জসিম উদ্দিন। সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের সিনিয়র প্রফেসর ও আইটি সেকশন এর পরিচালক প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান সবুজ এবং আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নুর নবী।

 

সেমিনারে পবিপ্রবি’র কৃষি অনুষদের সিনিয়র প্রফেসর ও লাইব্রেরিয়ান ড. মোঃ হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরে কর্মরত তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিকেল ৫টায় দিনব্যাপী এ প্রশিক্ষণ সেমিনার শেষ হয়।। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।