ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রংপুরের কাউনিয়া ফুটবল একাডেমি, বাফুফের নিবন্ধন পেল

dhaka24
এপ্রিল ২৭, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

মন্জুরুল আহসান শামীম

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ দীর্ঘদিনের পরিশ্রম ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন (নিবন্ধন নং ০১৮০) লাভকরেছে কাউনিয়া ফুটবল একাডেমি। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই একাডেমি জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এখান থেকেই উঠে এসেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দল ও পুলিশ এফ.সি.-এর প্রতিভাবান খেলোয়াড় ঈসা ফয়সাল। গত শুক্রবার রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিথ আউল একাডেমির পক্ষে সনদপত্র হস্তান্তর করেন। কাউনিয়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ সাইদুজ্জামান বাবু সনদ গ্রহণ করেন এবং একাডেমির অগ্রযাত্রায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। ২০২৪ সাল থেকে ধারাবাহিক যাচাই-বাছাই ও মাঠ পর্যায়ের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে কাউনিয়া ফুটবল একাডেমিকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। সন্তোষজনক পারফরম্যান্স এবং ব্যবস্থাপনার মান বিবেচনায় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর মাহাবুবুল আলম পলো একাডেমিকে ‘ওয়ান স্টার লাইসেন্স’ প্রদানের সুপারিশ করেন। বাফুফে ও ফিফার যৌথ সহযোগিতায় চূড়ান্তভাবে এই স্বীকৃতি প্রদান করা হয়। একাডেমির মূল লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবল খেলোয়াড় তৈরি করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ভূমিকা রাখা। বর্তমানে একাডেমিতে ১০ থেকে ১৮ বছর বয়সী প্রায় ১৭০ জন ছেলে ও ১৫ থেকে ২০ জন মেয়ে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে। পাশাপাশি একাডেমিতে নতুন ভর্তির কার্যক্রমও চলমান রয়েছে। কাউনিয়া ফুটবল একাডেমির সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক জনাব মোঃ সফিকুল আলম (সফি) স্বত্বাধিকারী সফি বাজাজ, সহ-সভাপতি জনাব মোঃ শাহ্ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির তারা ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ সাইদুজ্জামান বাবু বলেন সবার সহযোগিতা কামনা করে একাডেমিকে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।