লিটন সরকার, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সুমন রায় (৪০), তিনি নীলফামারীর পাইকারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৭ মার্চ ২০২৫ তারিখে “নীলফামারী অনলাইন শপ ” নামের একটি ফেসবুক পেজ থেকে itz Sabuj Ahmed নামে একটি আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।
নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) এ বি এম ফখরুল ইসলাম জানান, ঘটনার পরপরই জেলা পুলিশের বিশেষ টিম অভিযানে নামে এবং প্রযুক্তির সহায়তায় সুমন রায়ের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি VIVO ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়, যা দিয়ে উক্ত পোস্ট দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ সৃষ্টি হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (মামলা নং-16, তারিখ- ১৮/০৩/২০২৫) দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, “ধর্মীয় সম্প্রীতি নষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অপরাধে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক সময়ে ব্যবস্থা নিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।”
এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।