ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

dhaka24
মার্চ ১৮, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাতকরণের অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। একই সঙ্গে অভিযানের সময় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নীলফামারী পৌরসভার নিউ বাবুপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে রিপন কুণ্ডুর গোডাউনে ভাড়া নেওয়া ব্যবসায়ী আব্দুর রহিমের গুদামে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের মজুদ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলিথিন ব্যাগ ব্যবহারের কারণে নদী-নালা, খাল-বিল এবং জলাশয় দখল হয়ে পড়ছে। এতে মাটি ও পানি দূষণের পাশাপাশি কৃষিকাজেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ বলেন, “পরিবেশ রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। কেউ যদি নিষিদ্ধ পলিথিনের ব্যবসা বা মজুদ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।