ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মজনু বিজয় চৌধুরী | মৌলভীবাজার
মার্চ ১৪, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে উপজেলা ভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫ এর আয়োজন করা হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার (১৩ই মার্চ) শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে সকাল ৯টায় প্রতিযোগিতা শুরু হয়ে বেলা ১টায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিরতণ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন- শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন- শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন,
শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ক্বারী মাওলানা হিলাল আহমদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ, শ্যামলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলার ফিল্ড সুপারভাইজার আব্দুল বারী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আব্দুস শুকুর, ইসলামিক ফাউন্ডেশনের আব্দুর রব, মো. মোজাহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-প্রতিনিধিগন।

প্রতিযোগিতা শেষে ক, খ, গ এবং হিফজ গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৩ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২ ও তৃতীয় স্থান অর্জনকারীকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ী ৪ ছাত্রীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেওয়া হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞ ৬ জন হাফেজ, আলেম ক্বারী বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার আলিয়া, ইবতেদায়ী, কওমি, নূরানী, হাফেজি মাদরাসার প্রায় ৪০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।