মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পৌরসভার পশ্চিমবাজার এলাকায় রাস্তার উপরে ও ফুটপাতে বসা দোকানগুলো উচ্ছেদে নামে প্রশাসন।
বুধবার দুপুরে শহরের পশ্চিম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক বুলবুল আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু।
উচ্ছেদ অভিযান শুরু হবার সাথে সাথে পশ্চিম বাজারে রাস্তার উপরে বসা সকল দোকানপাট খালি হয়ে যায়। অনেকে দ্রুত দোকান-পাট লাগাতে শুরু করেন ও অতিরিক্ত মালামাল সরাতে ব্যস্ত হয়ে পড়েন। অভিযানে বেশকিছু প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজেস্ট্রিট মোঃ সোহাগ মিলু ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে চাননি। তবে তিনি বলেন, ফুটপাতে দোান বসে সাধারন জনগণের চলাচলে বিঘ্ন ঘটে ও যানজট লেগে থাকে। অভিযানটি প্রতিদিন অব্যাহত থাকবে ও ভবিষ্যতে কঠোর আইন প্রয়োগ করা হবে। এদিন ৮টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।