ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
মার্চ ১১, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ই মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মহড়া, র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শ্রী রতন চন্দ্র শর্মা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কিত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে অগ্নিনির্বাপক বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন সহ আগুন নেভানোর সহজ কৌশল উপস্থিত সকলকে শেখানো হয়।

এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।