ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে আওয়ামী লীগের সভাপতিকে পুলিশের কাছ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ জনকে আটক

মজনু বিজয় চৌধুরী | মৌলভীবাজার
মার্চ ১১, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উদ্দিনকে পুলিশের কাছ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ জনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এর আগে, গত রবিবার (৯ মার্চ) রাতে কাটারাই আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সিপু দাসের নেতৃত্বে পুলিশ সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমদ উদ্দিনকে গ্রেপ্তার করে। তাকে মোটরসাইকেলে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আকস্মিক ঘটনাস্থলে এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ৪-৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের পরিচয় যাছাই-বাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।