ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাজার মনিটরিংয়ে মৌলভীবাজারের ৪ ব্যবসায়ীকে জরিমানা

মজনু বিজয় চৌধুরী | মৌলভীবাজার
মার্চ ১১, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে বাজার মনিটরিংয়ে চার ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার এলাকায় ফল, মুদিদোকান, মুরগীর আড়ৎ ও সবজির বাজারে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি।

উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা (বিসিএস কৃষি) মারুফ উদ্দিন চৌধুরী, সাংবাদিক এএস কাঁকন, ক্যাব প্রতিনিধিসহ আরও অনেকে।

এসময় নানা অনিয়মের অভিযোগে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯(১) (ঙ), (চ), (ঞ) ধারায় ভ্রাম্যমাণ আদালতে, উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, বিক্রয়মূল্য লেখা না থাকায়, পণ্য ক্রয়ের পাকা ভাউচার (রশীদ) এবং মূল্য তালিকা টানানো না থাকার কারণে চার ব্যবসায়ীকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

বাজার মনিটরিংকালে টিমের সদস্যরা বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি পর্যবেক্ষণ করেন। অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।